PRACHIN TRADE HOUSE
- Get link
- X
- Other Apps
১. কোনো কাজে পারদর্শী না হলে কি বুলগেরিয়া আসা যাবে?
***** অবশ্যই আসা যাবে। আপনি কোনো কাজে পারদর্শী না হলেও বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন।
২. বুলগেরিয়া এসে কি কাজ পাওয়া যাবে??
***** আপনি বুলগেরিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসছেন মানেই আপনি বাংলাদেশ থেকেই কাজ নিয়েই আসছেন। নয়তো এম্ব্যাসি আপনাকে ভিসা দেবে কেনো? আপনার ওয়ার্ক পারমিট আছে বলেই আপনি ভিসা পাবেন। বুলগেরিয়া আসার পরদিনই আপনি কাজে জয়েন করতে পারবেন।
৩. বুলগেরিয়ায় বেতন কম, আমি কি দেশে পরিবারে টাকা দিতে পারবো???
***** ইউরোপের ৪/৫টা (সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক , জার্মানি) দেশ ব্যতীত সবদেশেই বেতন কম। তারমানে কি অন্যদেশগুলোতে যারা আছে, তারা কি খারাপ আছে? তারা কি দেশে টাকা পাঠাচ্ছে না????
যে দেশে ইনকাম বেশি ,সে দেশে খরচ ও বেশি। উদাহরণ দেই একটা। ধরুন আপনি জার্মানিতে থাকেন। আপনার বেতন মাসে ১৫০০- ১৬০০ টাকা। আপনার জার্মানিতে শেয়ারিং রুমে থেকে ,হেলথ ইন্সুরেন্স ,খাওয়া, মান্থলি টিকিটসহ প্রায় ১০০০-১২০০ টাকা খরচ আছে। আপনি ৩০০ ইউরো দেশে পাঠাচ্ছেন।
অন্যদিকে বুলগেরিয়ায় আপনার থাকা কোম্পানির কোয়ার্টারে। বেশিরভাগ সময় সিংগেল রুম বা একই দেশের দুইজনকে বড় একটা রুম দেয়া হয়। আপনার মাসের বাজারের জন্য একটা কার্ড দেয়া হবে,যা দিয়ে আপনি চাল-ডাল, মাংস ,সব্জি থেকে শুরু করে দৈনন্দিন সব কিনতে পারবেন। আবার চাইলে হোস্টেলের খাবারও খেতে পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু হালাল খাবার খায়, তাই নিজে রান্না করে খাওয়াই ভালো।
সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া বাদে প্রায় ৭০০- ৮০০ ইউরো (এক লক্ষ থেকে এক লক্ষ ২০ হাজার টাকা ) বেতন পাচ্ছেন। আপনার ব্যক্তিগত খরচ বাবদ ১০০/২০০ রাখলেও বাকি ৪০০/৫০০ ইউরো দেশে দিতে পারছেন।
৪. বুলগেরিয়ায় কি বাংলাদেশী আছে?
***** বুলগেরিয়ায় প্রতিটা শহরেই ২০০/৩০০ বাংলাদেশী মানুষ রয়েছেন।
৫. আমি কি জব ভিসায় আসার পর, পাসপোর্ট পাবো??
**** জ্বি ,আপনি ৫ বছর থাকার পরই পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। আর এই ৫ বছর আপনার রেসিডেন্স পারমিট ইস্যু করবে তারা।
৬. বুলগেরিয়া আসলে পৃথিবীর কোন প্রান্তে অবস্থিত? দেশটা কোথায়? বুলগেরিয়া কি ইউরোপের মধ্যে পড়েছে?
****** বুলগেরিয়া শুধু ,ইউরোপেই নয়, বরং এটি একটি সেনজেনভুক্ত দেশ। আপনি বুলগেরিয়া আসার পর ইউরোপের যেকোনো দেশে বিনা ভিসায় ঘুরতে পারবেন। বুলগেরিয়ার একদিকে তুরস্ক, একদিকে রোমানিয়া এবং অন্যদিকে সার্বিয়া।
৭. বুলগেরিয়ায় কি মসজিদ আছে? নামাজ পড়তে পারবো? বুলগেরিয়ায় কি মন্দির আছে? প্রার্থনা করতে পারবো?
**** জ্বি। বুলগেরিয়ায় মসজিদ অনেক। পাশেই তুরস্ক ,তাই অনেক মুসলিম বসবাস করে। এবং বুলগেরিয়ার অনেক শহরেই আযান শোনা যায়। হালাল মাংসের দোকান এভেইলেবল। তাই আপনি পুরোপুরিভাবে হালাল খাবার খেতে পারবেন।
এবং হ্যাঁ , বুলগেরিয়ায় টেম্পল বা মন্দির আছে। কারণ বুলগেরিয়ায় প্রচুর ভারতীয় এবং নেপালি জনগণ বসবাস করে। তাই আপনি চাইলেই মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারবেন। পুরোপুরি ভেজিটেরিয়ান হলেও ,এখানে নেপালি বা ভারতীয় হোটেল রয়েছে,যারা শুধু নিরামিষ খাবার পরিবেশন করে থাকে। এবং যথেষ্ট কমদামে খাবার পাওয়া যায়।
৮. বুলগেরিয়ায় একা একজন মেয়ে কি কাজ পাবে? বুলগেরিয়া কেমন সেইফ? মেয়েদের থাকার ব্যবস্থা কি?
***** ইউরোপের যেকোনো দেশ শতভাগ সেইফ। এখানে নারীরা অনায়াসে চলাচল বা থাকতে পারেন। কোনো ভয় নেই। নারীদের খুব চমৎকার কাজের ব্যবস্থা রয়েছে। কোম্পানি গুলোতে নারীদের থাকার আলাদা হোস্টেল থাকে। সেখানে নিজদেশের অন্যকোনো নারীর সাথে একই বাসায় থাকা যায়। আবার নিজে আলাদা রুম নিতে চাইলে, কোম্পানি সেই ব্যবস্থাও করে দেয়।
৯. আমি কি আমার স্বামী / স্ত্রীকে বুলগেরিয়া নিয়ে যেতে পারবো?
***** অবশ্যই। আপনি আসার ৪/৫ মাসের মধ্যেই আপনার স্বামী/ স্ত্রী বা সন্তানের জন্য ভিসা আবেদন করতে পারবেন।
১০. বুলগেরিয়ার ভাষা কি?
**** বুলগেরিয়ার ভাষা বুলগেরিয়ান। রাশিয়ার পাশেই হওয়ায় রাশান প্রভাব রয়েছে। আপনি কিছুদিন চেষ্টা করলেই শিখে ফেলতে পারবেন।
Comments