PRACHIN TRADE HOUSE
- Get link
- X
- Other Apps
পাইল নিয়ে কিছু পরামর্শ...
১। প্রথমে পাইলের জন্য পর্যাপ্ত মালামাল সাইটে আছে কি না তা দেখতে হবে।
২। যারা পাইল করবে তাদের জনবল এবং যন্ত্রপাতি ঠিক মতো আছে কি না তা দেখতে হবে।
৩। তার পরে কলামের সেন্টার লাইন থেকে মাপ নিয়ে পাইলের পয়েন্ট দিতে হবে।
৪। এবং পাইল পয়েন্টে ১০মিমি ১' রডের টুকরা পুঁতে দিয়ে টা ঢালাই করি দিতে হবে।
৫। তার পরে বোরিং এর সময় চিজেল টা কে তাদের যে তেপায়া টা আছে। ওটায় সেট করতে হবে। এবং ওই তিন পায়ার সব গুলো পায়ার নিছে কাঠ বা বালির বস্তা দিয়ে সঠিক ভাবে বসাতে হবে যাতে এটি নড়ে না যায় এটি নড়ে গেলে বোরিং ঠিক হবে না।
৬। চিজেলের মাথা পাইলের জন্য পুঁতে দেওয়া রডের সেন্টারে এনে চিজেলের মাথায় পানি দিতে হবে যদি পানি গুলো রডের মাথায় ঠিক ভাবে পড়ে তা হলে বুঝতে হবে চিজেল সঠিক অবস্থানে আছে। তবে এই ক্ষেত্রে চিজেলের মাথা টা ভালো করে দেখতে হবে যাতে এটাতে কোন বাকা না থাকে। যদি বাকা থাকে তা হলে সমস্যা হবে। বোরিং ঠিক মতো হবে না। তার পর পাইলের ডায়গোনাল চেক দিতে হবে। এর পর ১.৫ মিটার পর্যন্ত আনকেস্ড অবস্থায় বোরিং করা হয় তার পর কেসিং প্রবেশ করানো হয়। বোরিং কাজ শেষ হলে মিনিমাম ৩০ মিনিট পাইল ওয়াশ দিতে হবে তবে যতক্ষন পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ ওয়াশ দিতে হবে। পাইল ওয়াশ দেওয়া পানির সাথে বেন্টনাইট ব্যবহার করা উচিত। এতে ওয়াশের সময় পাইলের পাশ্ব হতে মাটি প ভেঙ্গে পড়বে না।
৭। বোরিং কত টুকু হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে তারা যখন তাদের বোরিং যন্ত্রপাতি সাইটে আনবে তখন সেই গুলো মাপ দিয়ে নিতে হবে।
৮। পাইলের খাচা বাঁধার সময় দেখেতে হবে spiral রড গুলোর ওয়েল্ডিং ঠিক ভাবে করেছে কি না৷ এটা পরিক্ষার জন্য একটা হাতুড়ি দিয়ে জয়েন্ট গুলোতে আঘাত করলে যদি জয়েন্ট ছুটে যায় তা হলে আবার ওয়েল্ডিং করাই নিতে হবে। যদি ডিজাইনে একটা স্পাইরাল ওয়েল্ডিং আরেকটা বুনন তার দিয়ে বাঁধাই করতে বলে । তা হলে ডিজাইন মতে কাজ করতে হবে।
৯। স্পাইরাল রড গুলো লেপিং যেই খানে হবে ওখানে যাতে মিনিমাম দুইটা মেইন রড এর শেষে লেপিং যেনো শেষ হয়। এবং লেপিং করা পুরো জায়গায় ওয়েল্ডিং করাই দিতে হবে।
১০। পাইলের স্পাইরাল বাধার সময় মেইন রড গুলো কে সোজা রেখে বাধাই করতে হবে না হলে ওয়েলডিং এর পর পাইলের খাচা মোচড় অবস্থা হয়ে থাকবে।
১১। পাইলের ডায়া মিনিমাম ১৮" হয়ে থাকে। এবং এটাতে ১৬ মিমি রড মিনিমাম ৬ টা ব্যবহার করতে হয়। এবং স্পাইরাল এর জন্য মিনিমাম ৮মিমি বা ১০মিমি রড ব্যবহার করা হয়।
১২। মিনিমাম ৫' পর পর পাইলের ৩ দিকে ৩" পরিমান কাভারিং ব্যবহার করা হয়।
১৩। পাইলের মেইন রডের লেপিং মিনিমাম ২.৫'/৩' দেওয়া উচিত এবং লেপিং এর জায়গায় ১.৫"-২" এর মতো ওয়েল্ডিং করা ৩ স্হানে উচিত।
১৪। বোরিং এ যখন খাঁচা ঢুকাবে তখন যাতে সোজা করে খাচা ঢুকায় যদি বাঁকা করে খাঁচা ঢুকায় তখন কাভারিং ব্লক গুলো ভেঙ্গে যাবে।।
১৫। এবং পাইলের যেই স্থানে ধরে পাইলটির খাঁচা বোরিং এ ঢুকাবে ওই জায়গায় স্পাইরাল গুলো ভালো করে ওয়েল্ডিং করে দিতে হবে।
১৬। ডিজাইম মতো রডের ডায়া এবং স্পাইরাল গুলোর স্পেসিং ঠিক আছে কি না দেখতে হবে।
১৭। কাস্টিং এর সময় ট্রিমি পাইপ টি পাইলের বটম থেকে ৬" উপর থেকে কংক্রিট ফেলা উচিত এর বেশি উপর থেকে কংক্রিট ফেললে কংক্রিটের সাথে কাঁদা পানি মিশে কংক্রিটের শক্তি কমিয়ে দিবে।
১৮। ট্রিমি পাইপের ডায়া মিনিমাম ৬" হয়ে থাকে
১৯। কিছু ক্ষান কংক্রিটিং করার পর ট্রিম্বি পাইপ টি কে উপর নিছে উঠা নামা করে ভাইব্রেট করে দিতে হবে যাতে পাইলে ভয়েড না থাকে।
২০। পাইলের সাধারণত ১ঃ১.৫ঃ৩ রেশিও তে কংক্রিটিং করা হয়ে থাকে।
২১। কংক্রিটিং এর সময় ট্রিম্বি পাইপ টি কে পরিস্কার করে নিতে হবে যাতে আগের কোন কংক্রিট এর ভিতর না থাকে।
২২। ২৪ ঘন্টার ভিতর ১০' এর মধ্যে অন্য পাইল করা যাবে না এতে নতুন করা পাইলটি ক্ষতিগ্রস্থ হবে।
২৩। পাইল থেকে পাইলের দুরত্ব ৪' হয়ে থাকে
২৪। হপার টা পরিস্কার করে রাখতে হবে
২৫। ট্রিম্বি পাইপের জয়েন্ট যখন উপর উঠে আসবে তখন তা খুলতে হবে এর আগে নয়।
২৬। পাইলের Cut of level এ রেশি ১:৩:৬ রাখতে হবে। কারন এটি ভেঙ্গে পেলা হয়_
Collected
Comments