PRACHIN TRADE HOUSE
- Get link
- X
- Other Apps
🌳Moriom ful
Moriom Flower[মরিয়ম ফুল]
>> মরিয়ম ফুল সম্পর্কে আশা করি অনেকেই জানেন।
অত্যন্ত দূর্লভ এই ফুলের উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু
নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে এর ব্যবহার হয়ে আসছে
আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।
বিশেষ করে গর্ভবতী নারীদের প্রসবকালীন সময়ে এই
ফুলের ব্যবহার একরকম আবশ্যক। ঐতিহ্যবাহী ধাত্রীরা শত
শত বছর ধরে প্রসবকালীন সময়ে মায়ের বেদনা লাঘব করার
জন্য এই ফুলের ব্যবহার করছেন।
>> মহানবীর যুগে প্রচলিত বিবি মরিয়মের ইতিহাস থেকে জানা
যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে বেবি কন্সিভ
করতে সহায়তা করে এবং লেবার পেইন কমাতে সাহায্য করে।
>> শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই
এর ব্যবহার হয়ে থাকে। ইসলাম ধর্মের বিভিন্ন মনীষী এর
ব্যবহারের উপর অত্যন্ত গুরুত্বারোপ করেছেন এবং বাতলে
দিয়েছেন এর ব্যবহারের সবচেয়ে কার্যকর পদ্ধতিসমূহ।
খ্রীষ্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলেও এর কথা বর্ণনা করা
হয়েছে।
>> এই ফুলকে হযরত ঈসা আঃ এর মায়ের নাম নামানুসারে ‘মরিয়ম
ফুল বা মরিয়ম বুটি’, নবী সাঃ এর কন্যা ফাতিমার নামানুসারে "ফাতিমার
হাত বা হ্যান্ড অব ফাতিমা" এবং এর বৈশিষ্ট্য অনুসারে ‘পুনরুত্থান
উদ্ভিদ’ বলা হয়। কারণ এই ফুল দেখতে খটখটে শুকনো ও
মরা মনে হয়। কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই তরতর
করে পাপড়ি মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই
ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এ
এক আশ্চর্য ফুল।
>> অধিকাংশ নারীই হজ্বে গিয়ে এই মরিয়ম ফুল নিয়ে আসেন।
অথবা অন্যকে দিয়ে আনান। যেহেতু আমরা সরাসরি সৌদি আরব
থেকে আজওয়া খেজুরসহ অন্যান্য আইটেম আমদানী করি
তাই আমাদের কাছেও অনেকে চেয়েছেন। আপনাদের
চাহিদা মেটাতে এবার সৌদি আরব থেকে আমরা এই পবিত্র ও
আশ্চর্য উপকারী ফুল নিয়ে এসেছি।
>> মরিয়ম ফুল ও বিজ্ঞান-
মরিয়ম ফুল প্রজন্ম থেকে প্রজন্মের গর্ভাবস্থায় এবং
ডেলিভারির সময় ব্যবহৃত হয়ে আসছে। এর বৈজ্ঞানিক নাম হল
আনস্ত্যাটিকা হিয়ারোচুনিচিকা (Anastatica Hierochuntica) । এটি
সাহারা-আরবীয় মরুভূমিসহ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পাওয়া যায়।
>> উপাদান
এই ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
পটাসিয়াম, দস্তা এবং লোহা। বিশেষত, ক্যালসিয়াম এবং
ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশী সংকোচন নিয়ন্ত্রণ করে।
Comments